A non-profit, non-political, charitable trust.
Regd No: IV-190200116/2025
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ মোট বারোটি রাজ্যে বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision – SIR) কর্মসূচির তারিখ ঘোষণা করেছে। এই পুনর্বিবেচনার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তকরণ, মৃত বা স্থানান্তরিত ব্যক্তিদের নাম অপসারণসহ নানান প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নিম্নলিখিত বিষয়গুলিতে সহায়তা পান
এখানে সারা পশ্চিমবঙ্গের বিএলও দের লিস্ট দেওয়া আছে। এখানে ক্লিক করে ব্রাউজারে খুলতে পারেন, তারপর সেখানে সার্চ করলে পেয়ে যাবেন। আপনি ডাউনলোড করেও খুঁজতে পারেন। এই লিস্ট আপডেট হতে পারে। তাই ছবিতে উল্লিখিত ওয়েবসাইট, অ্যাপ বা https://electoralsearch.eci.gov.in/ লিঙ্কে গিয়ে খুঁজে দেখুন।