A non-profit, non-political, charitable trust.
হ্যাঁ ফর্ম ফিল আপ করা সকলের জন্য বাধ্যতামূলক যাঁরা অন্য কোন জায়গার ভোটার নন তাদের সবার জন্য ।
একসাথে দুই বা তার অধিক জায়গায় যাদের নাম আছে তাদের যেকোনো একটা জায়গায় Enumeration Form ফিলা আপ করে জমা করতে হবে ।
কেস ১-
বর্তমান নাম ও নম্বর উল্লেখ করে Enumeration Form পূরণ করতে হবে। পুরোনো নাম নির্দিষ্ট কলামে লিখবেন। সাধারণত সহায়ক নথি (supporting document) প্রয়োজন হয় না। তবে BLO চাইলে AADHAAR / Ration Card / Admit Card বা একটি হলফনামা দিতে পারেন পরিচয় প্রমাণ হিসাবে।
কেস ২-
যদি দেখা যায়, বাবার বাড়ির নামে নাম ছিল বা নাম কোথাও ওঠেনি, সে ক্ষেত্রে বাবার বা আত্মীয়ের ২০০২ সালের SIR তালিকা থেকে সংশ্লিষ্ট পৃষ্ঠার জেরক্স সহ Enumeration Form (EF) পূরণ করতে হবে, পূর্বোক্ত পদ্ধতিতে।
ECI নির্দেশিকা অনুযায়ী, Enumeration Form (EF) ভরার সময় কোনো ডকুমেন্ট জমা দিতে হয় না।
ড্রাফট রোলে যাঁদের নাম থাকবে না, তাঁদের নোটিশ করা হবে। তখন নিম্নলিখিত নথিগুলির যে কোনো একটি দিতে হবে।
যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সাথে মিলে যায়, তাঁদের কোনো নথি লাগবে না।
যাঁদের বাবা/মা/ঠাকুরদা/ঠাকুরমার নাম ২০০২ সালের তালিকায় আছে, তাঁরা শুধু ফ্যামিলি লিংকেজের পরিচয়পত্র দিলেই চলবে।
গ্রহণযোগ্য ডকুমেন্টসমূহ:
১. কেন্দ্র/রাজ্য সরকার বা PSU কর্তৃক জারি করা পরিচয়পত্র/পেনশন অর্ডার
২. ভারত সরকার/ব্যাংক/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র
৩. জন্ম সনদ
৪. পাসপোর্ট
৫. স্বীকৃত বোর্ড/বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সনদ
৬. রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বাসিন্দার সনদ
৭. বন অধিকার সনদ
৮. জাতিগত (OBC/ST/SC) সনদ
৯. জাতীয় নাগরিক নিবন্ধন (NRC) এ অন্তর্ভুক্ত নামের প্রমাণ
১০. রাজ্য/স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন
১১. সরকার কর্তৃক জারি করা জমি/বাড়ি বরাদ্দের সনদ
১২. আধারের ক্ষেত্রে — কমিশনের ৯.০৯.২০২৫ তারিখের চিঠি নং ২৩/২০২৫-ERS/Vol.II অনুযায়ী নির্দেশাবলী প্রযোজ্য।
ভোটার কার্ডের নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। তাই উদ্বেগের কিছু নেই — ওই অংশটি ফাঁকা রাখতে পারেন। BLO-এর সাথে পরামর্শ করুন; তিনি এই বিষয়ে কঠোর হবেন না।
BLO সব চেয়ে বড় ভূমিকা পালন করবেন ফিল্ড লেভেলে। Enumeration ফর্ম ফিল আপ ও ভেরিফিকশন এর ক্ষেত্রে তিনি যত নির্ভুল কাজ করবেন তত নির্ভুল তালিকা তৈরি হবে । কারণ ফর্ম এর শেষে লেখা থাকবে
BLO ‘S undertaking: I have verified the above details from the electoral roll(s) of last SIR.
সম্পূর্ণ প্রক্রিয়াটা মেইনলি ডিপেন্ড করছে ফিল্ড লেভেল ভেরিফিকেশন এর উপর তাই BLO যদি ভেরিফাই করে অ্যাপ্রুভ করেন তো কোনো সমস্যা হবে না এই ধরনের ক্ষেত্রে । তবে যাই থাক ফর্ম অবশ্যই ভরতে হবে Enumeration Form (EF) . আর এক্ষেত্রে ভোটের কার্ড এর নম্বর দেখে BLO ভেরিফাই করে নেবেন উনি সেই ব্যক্তি কিনা সেটাই যথেষ্ট ।
সুতরাং মাইনর পরিবর্তনে কোনো সমস্যা না হওয়ার কথা ।
কিন্তু মেজর পরিবর্তন হলে উপরে দেওয়া ডকুমেন্ট এর যে কোন একটা লাগবে যদি হিয়ারিং এ ডাকা হয় ত নচেৎ নাম এসে যাবে ড্রাফট রোল এ।
আপনার বাবা, মা, কাকা, ঠাকুরদা করো নাম থাকলে সেটা উল্লেখ করুন।
না থাকলে আপনার ডকুমেন্টস রেডি রাখবেন সেটাই সাবধানতা।
প্রথম যাদের নাম দিতে পারবেন তারা হলেন , বাবা মা, ঠাকুরদা ,ঠাকুর মা , ভাইবোন ,কাকা দের নাম দেওয়ার গাইডলাইন আসেনি ।
সেক্ষেত্রে ১১ টা ডকুমেন্টস এর যে কোন একটা রেডি রাখবেন ।
একান্তই যদি না পারেন ,কাকা বা ,ভাইবোন কে এন্ট্রি করতে পারেন রিলেটিভ এর জায়গায় সেক্ষেত্রে ওয়ারিসন নিয়ে নেবেন পঞ্চায়েত এর।
দীর্ঘদিন যারা বাইরে কাজ করে তাদের কি হবে?
১) তারা যে AC, বা পার্ট এর ভোটার আছেন সেখানে তার রিলেটিভ ফর্ম টা ভরবেন। সাথে সাপোর্টিং ডকুমেন্ট দেবেন যদি ২০০২ ভোটার না হন , যদি ভোটার হন তো যে পেজ এ তিনার নাম ছিল তার জেরক্স জমা দেবেন ( এক পিঠে সংশ্লিষ্ট রোল এর ১ষ্ট পেজ অন্য পিঠে সংশ্লিষ্ট পেজ টি প্রিন্ট করবেন ) নিচে সিগনেচার এর জায়গায় রিলেটিভ নিজে সই অথবা Thumb impression দেবেন।
২) যদি তিনি অন্য কোনো constituency এর ভোটার হন তো ফর্ম ফিল আপ করবেন না। সেখানে ফর্ম ফিল আপ করুন ।
চাইল্ড এর তো ভোটার আইডি হয়না (Below ১৮ বছর)
যদি প্রাপ্ত বয়স্ক হন আর তো ফর্ম ফিল আপ করবেন , তাদের ক্ষেত্রে ERO hearing করবেন।
ডকুমেন্ট হিসাবে হলফ নামা (সেলফ ডিক্লারেশন ) ও পঞ্চায়েত এর শংসাপত্র জমা দিতে পারেন ।
Contact Child Helpline Number 1098
কোনো না কোনো রিলেটিভ এর নাম থাকবে যদি না থাকে তার আগের কোনো SIR এ থাকে সেক্ষেত্রে ডকুমেন্টস রাখবেন , ERO hearing এ produced করবেন।
তাদের রিলেটিভ ফর্ম ভরতে পারবেন !
বি: দ্র:
১)যাদের গার্ডিয়ান/রিলেটিভ /বাবা/মা এর সঠিক (২০০২/২০০৩) নাম যুক্ত ডকুমেন্ট নেই তারা পঞ্চায়েত এর ওয়ারিশন (হেয়ারশিফ) তুলে রাখবেন , যে রিলেটিভ নাম সঠিক আছে তাকে mention থাকে যেন )
SIR এ মেনশন করা ১১ টা ডকুমেন্ট এর কোনো একটা থাকলে তো সমস্যা হওয়ার কথা নয় ।
২)যাদের বাবার নাম ভুল আছে তারা যার নাম ঠিক আছে তার ২০০২ এর ডিটেইলস ভরতে পারেন ।
৩) যাদের বিষয় সম্পূর্ণ exceptional তাদের বলব ফর্ম টা একটু পরে ভরুন ১ মাস সময় আছে EF ফর্ম ভরার।
আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে, তবে গুগল ফর্ম বোতামে ক্লিক করুন।